আর কত জনকে দেয়া হবে এ বৃত্তি তা কি জানেন! তাও অনেক। প্রতি বছর প্রায় ৪০০০ জনকে দেয়া হবে এ বৃত্তি। চলুন তাহলে দেখা যাক সমস্ত প্রক্রিয়াটি:
যোগ্যতা:
স্নাতক পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের ক্ষেত্রে:
– তুরস্ক ছাড়া অন্য কোন দেশের নাগরিক
– আবেদন করার সময় তুরস্কের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া যাবেনা
– উচ্চমাধ্যমিক ডিগ্রিধারী হতে হবে
– ২১ বছরের নিচে হতে হবে
– জাতীয় অথবা আন্তর্জাতিক পরীক্ষায় নির্দিষ্ট স্কোর থাকতে হবে (৯০% মেডিকেল সাইন্সে পড়তে হলে, ৭০% স্নাতকের ক্ষেত্রে)
– সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে
স্নাতকোত্তর পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের ক্ষেত্রে:
– তুরস্ক ছাড়া অন্য কোন দেশের নাগরিক
– আবেদন করার সময় তুরস্কের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া যাবেনা
– ৩০ জুলাই ২০১৫ এর মধ্যে ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রিধারী হওয়া
– মাস্টার্স প্রোগ্রামের জন্য ৩০ বছরের নিচে হতে হবে
– পিএইচডি প্রোগ্রামের জন্য ৩৫ বছরের নিচে হতে হবে
– অর্জনকৃত ডিগ্রির ক্ষেত্রে ৭৫% নাম্বার থাকতে হবে
– সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে
শিক্ষাবৃত্তির সময়কাল:
স্নাতক: ১ বছরের তুরস্ক ভাষার কোর্স + ৪,৫ অথবা ৬ বছরের ব্যাচেলর কোর্স (বিশ্ববিদ্যালয়ে যতদিন)
মাস্টার্স: ১ বছরের তুরস্ক ভাষার কোর্স + ২ বছরের মাস্টার্স কোর্স
পিএইচডি: ১ বছরের তুরস্ক ভাষার কোর্স + ৪ বছরের পিএইচডি কোর্স
সুবিধাসমূহ:
– মাসিক বৃত্তি
* ৬০০ তুর্কিশ লিরা (১৭৭৭৮ টাকা) স্নাতকের ক্ষেত্রে
* ৮০০ তুর্কিশ লিরা (২৩৭০৪ টাকা) মাস্টার্সের ক্ষেত্রে
* ১২০০ তুর্কিশ লিরা (৩৫৫৫৭ টাকা) পিএইচডির ক্ষেত্রে
– ফুল টিউশন ফি
– ফ্রি ১ বছরের তুরস্ক ভাষার কোর্স
– ফ্রি থাকার ব্যবস্থা
– রাউন্ড ট্রিপ বিমানের টিকিট
– স্বাস্থ্য ইনস্যুরেন্স
*** শিক্ষার্থীর একাডেমিক রেকর্ড (নিজ দেশের), মেধা, দক্ষতা, নেতৃত্ব প্রদানের ক্ষমতা ইত্যাদি গুণ বিবেচনা করে তুরস্ক সরকার এ বৃত্তি প্রদান করবে।
আবেদন করবেন যেভাবে: অনলাইনে খুব সহজেই করতে পারবেন আবেদন। এখনই আবেদন করতে চান! তাহলে ক্লিক করে ফেলুন: Turkish Government scholarship