বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ঝালকাঠিতে এক বিএনপি নেতার বাড়িতে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গভীর রাতে আবুল কালাম আজাদের বাসার সামনের অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসার ভেতরের দেয়ালে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা তার ব্যবহৃত একটি মোটরসাইকেল পুড়ে যায়।

তাদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজনৈতিক প্রতিতিহিংসার কারণে এ ঘটনা ঘটানো হয়েছে বলে আবুল কালাম আজাদ দাবি করেছেন।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Exit mobile version