যদিও প্রসেনজিৎ এখনও নিজে কোনো ব্যাখ্যা দেননি যে, এই স্ট্যাটাস বাংলাদেশকে ইঙ্গিত করেই দেওয়া হয়েছে কি না। তবে এ স্ট্যাটাসকে বাংলাদেশি সমর্থকরা তার কটূক্তি ধরে নিয়েই মন্তব্য করছেন। সবাই প্রায় নিশ্চিত হয়ে ভাবছেন , হয়তো প্রসেনজিৎ ‘বেড়াল’ বলে বাংলাদেশকে বোঝাতে চেয়েছেন। কারণ গত দু’দিন ধরে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ টিমকে টাইগার বলে আখ্যা দেয়া শুরু করেছে। বিশেষ করে ইংল্যান্ডকে হারানোর পর বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যম একটু বেশিই সরব হয়েছে।