সালমান খান নানাভাবে তার বোনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। সম্প্রতি সালমান তার বোনকে নিজ হাতে আঁকা ছবি উপহার দিয়েছেন। এ ছবিগুলোতে নামাজের বিভিন্ন ভঙ্গির ছবি রয়েছে।
ছবিগুলো সালমান নিজ হাতেই এঁকেছেন। সালমান খানের ছবি আঁকার হাত রয়েছে। তিনি এর আগেও নানা ছবি একেছিলেন। সালমান খানের বোনকে উপহার দেওয়া দুটি ছবি সম্প্রতি টুইটারে পোস্ট করেছেন অর্পিতা।