ধর্ষণ

ধর্ষণ মামলায় প্রজন্মলীগ নেতা গ্রেফতার

সিলেটের দক্ষিণ সুরমায় ধর্ষণ মামলায় আওয়ামী প্রজন্মলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাকে দক্ষিণ সুরমা এলাকার তেতলি বানেশ্বরপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হলেন দক্ষিণ সুরমা থানার ফিরোজ মিয়ার পুত্র আওয়ামী প্রজন্মলীগের জয়েন্ট সেক্রেটারী শাহ দিদারুল ইসলাম দিদার।

জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একই এলাকার সেলিনা বেগম বাদি হয়ে শাহ দিদারুল ইসলাম দিদারের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করেন । এ মামলার প্রেক্ষিতে পুলিশ দিদারকে গ্রেফতার করে। দক্ষিণ সুরমা থানা পুলিশ জানায়, সেলিনা বেগমকে সে জোরপূর্বক ধর্ষণ করার আলামত পাওয়ার পর পুলিশ তার বিরুদ্ধে নিয়মিত মামলা নেয়। শুধু তাই নয় দিদারের বিরুদ্ধে এ রকম আরো একটি মামলা রয়েছে। সে একাধিক মামলার ফেরারী আসামী হয়ে আত্মগোপনে ছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে তেতলি ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । মঙ্গলবার তাকে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে বলে জানা গেছে।

Exit mobile version