বাবার আকুতি

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ বলেছিলেন, পৃথিবীতে অনেক খারাপ মানুষ থাকতে পারেন, কিন্তু খারাপ বাবা একটাও নেই। যে মানুষটি সারাদিন অপরাধ করে; দিন শেষে সেও ঘরে ফেরে পরিবার পরিজনের সান্নিধ্য পাওয়ার আশায়। বাসায় এসে ঘুমন্ত সন্তানের নিস্পাপ চেহারা বা স্ত্রীর অপেক্ষমান মলিন মুখখানি দেখতে চায় সেও।

জেলহাজতে থাকলেও কি পরিবার পরিজনদের মায়া ভোলা সম্ভব? সম্ভবত না। আর তাইতো আদালত থেকে আবার হাজতখানায় যাওয়ার মাঝখানে হাজতী গাড়ি থেকে সন্তানের একটুখানি ছোঁয়া পাওয়ার চেষ্টা করছেন এ বাবা। ছবিটি তুলেছেন কমল রুদ্র।

Exit mobile version