ওই গানটি তো শুনেছেন, ‘চোখ যে মনের কথা বলে…।’ তবে এখন ‘চোখের’ ওই কাজটি নাকি করবে এক জোড়া স্মার্ট জুতা। বিজ্ঞানীরা এমনটাই দাবি করেছেন। নতুন এই প্রযুক্তি আনছে লেনোভো।
স্মার্ট জুতা আপনার পায়ে থাকলে তার পাশেই থাকবে একটা প্যানেল। আর ওই প্যানেলেই থাকবে স্মার্ট ফোনসহ একটি লেজর প্রোজেক্টর। এই জুতা পড়ে দৌঁড়নোর সময় পায়ের স্মার্ট ফোনটির মধ্যে দিয়ে আপনাকে সব গুরুত্বপূর্ণ তথ্য এনে দেবে। কোন দিকে হাঁটবেন কোন পথে চললে আপনি পাবেন কফি শপ সব ভেসে আসবে জুতা থেকেই।
শুধু তাই নয়, এই জুতা ব্যবহার করার জন্য নতুন স্মার্ট ফোনটি আনছে বেজিং জায়েন্ট লেনোভো তাতে থাকছে ভার্চুয়াল কি বোর্ড। ফোনটি কোনো টেবিলে রেখে এক সুইচে আপনার সামনে ভেসে উঠবে এক কি বোর্ড। টেবিলের ভার্চুয়াল কি বোর্ডে টাইপ করলে মিলবে আসল লেখা।
এছাড়াও লেনোভো আরো নতুন এমন কিছু প্রযুক্তি আনছে যা আপনার চোখ ধাঁধিয়ে দিতে পারে। একটি ঘড়ি নিজের আয়তনের ২০ গুণ বড় হয়ে ধরা দেবে আপনার চোখে। এরকমই একটি ম্যাজিক ভিউ নিয়ে লেনোভোর স্মার্ট ঘড়ি আসছে বাজারে।