রোনালদো নামে নক্ষত্রপুঞ্জের নামকরণ!

ক্রিশ্চিয়ানো রোনালদোকে তো ফুটবল তারকা বলাই হয়৷ সেই তারকার নামেই এবার আস্ত একটা নক্ষত্রপুঞ্জের নামকরণ করা হল৷ ইউরোপিয়ান স্পেস অবজার্ভেটরি সিআর সেভেনের নামে নতুন আবিষ্কৃত নক্ষত্রপুঞ্জের নামকরণ করল।  বৃহস্পতিবার একথা ঘোষণা করেছে সংস্থাটি। ‘মহাকাশে এখনো পর্যন্ত নজরে আসা সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রপুঞ্জকে এখন থেকে সিআর সেভেন বলে ডাকা হবে।’  শুনতে অবাক লাগলেও এটাই ঘটনা৷  কিন্তু হঠাৎ রিয়াল স্ট্রাইকারের নামেই নক্ষত্রপুঞ্জের নাম দেয়া হল কেন? শোনা যাচ্ছে নক্ষত্রপুঞ্জটি আবিষ্কারের নেপথ্যে রয়েছেন যে মহাকাশবিজ্ঞানী, তিনি লিসবন বিশ্ববিদ্যালয়ের ডেভিড সোবরাল। তিনি পর্তুগিজ তারকা রোনালদোকেই এই আবিষ্কার উৎসর্গ করেছেন। যদিও সিআর সেভেন নামক নক্ষত্রপুঞ্জটির পুরো নাম কসমস রেড শিফট্ সেভেন৷  এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মন্তব্যের ঝড় উঠেছে৷ মেসিভক্তরা আবার বলছেন, ‘নক্ষত্রপুঞ্জের নাম তো রোনালদোর নামে রাখা হবেই। মেসির পা তো মাটিতেই থাকে।’

Scroll to Top