১টি মাছের দাম ৮ লাখ টাকা!

ভারতে একটি তেলিয়া ভোলা শংকর প্রজাতির মাছ বিক্রি হল প্রায় ৮ লক্ষ টাকায়। এই মাছ সাধারণত গভীর সমুদ্রে থাকে৷ তবে প্রজননের মওসুমে ডিম পাড়ার জন্য উপকূলের কাছাকাছি চলে আসে৷ ঠিক তখনই মৎস্যজীবীদের জালে ধরে পড়ে যায় মাছটি৷

জাকির হোসেন নামক এক ব্যবসায়ীর ট্রলারে ৪০ কেজি ওজনের মাছটি বুধবার ধরা পড়েছে। দীঘার মোহনায় নিলামে মাছটি কিনেন দেবাশিষ জানা নামক এক মৎস ব্যবসায়ী। মাছটি বিক্রির জন্য আড়তে নিয়ে গেলে কেজি প্রতি মাছটির দাম দাড়ায় ১৯ হাজার টাকা। সেই হিসেবে ৩৮ কেজি ৫০০ গ্রামের মাছটির দাম হয় ৭ লাখ ৩০ হাজার টাকা। মাছটি কিনে নেয় এমআরএফটি সংস্থা৷

Exit mobile version