এবার উইন্ডোজেও চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ

59

এখন থেকে উইন্ডোজ, ম্যাক অপারেটিং সিস্টেমেও চলবে অ্যান্ড্রয়েড অ্যাপ৷ অন্য অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েডের এই অ্যাপ চালানোর জন্য আলাদা টুলস তৈরি করেছে গুগল৷ টুলসটির নাম ‘আর্ক ওয়েলডার’৷ এটি র‌্যাপারের কাজ করবে৷ গুগলের সফটওয়ারটি অ্যান্ড্রয়েড অ্যাপ কম্পিউটারে চালানোর জন্য প্রয়োজনীয় জায়গা তৈরি করবে৷ পাশাপাশি বিভিন্ন কম্পিউটারে কাজের উপযোগী করার জন্যও প্রয়োজনীয় কোড সংগ্রহ করবে টুলসটি৷
প্রসঙ্গত, আর্ক ওয়েলডার গুগল ক্রোমের জন্য প্রথম তৈরি করা হয় ২০১৪ সালে৷ তারপর এটি গুগলের ডিভাইসে চালানো হয়৷ গুগলের ডিভাইসে সফলভাবে এটি চালনার পর গুগল আর্ক ওয়েলডার দিয়ে অন্য অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করার ঘোষণা করে গুগল৷
গুগল জানিয়েছে, নতুন টুলসটি অ্যান্ড্রয়েড অ্যাপসটিকে অপারেটিং সিস্টেম অনুযায়ী কনভার্ট করে দেবে৷ কাজটি এতই দ্রুতই সম্পন্ন হবে যে ব্যবহারকারী বুঝতেই পারবেন না৷
সূত্র : ইন্টারনেট