কাপসহ খেয়ে নেওয়া যাবে কেএফসির কফি!

image_193200.ewrewrewrer545453এবার কেএফসিতে কফি পান করার পর আপনার যদি ক্ষুধা না মিটে তাহলে কাপটিকেও কামড়ে খেয়ে নিতে পারবেন। সম্প্রতি খাওয়ার উপযোগী এমন কাপ দিয়েই কফি পরিবেশন করছে কেএফসি রেস্টুরেন্ট চেইন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
প্রাথমিকভাবে যুক্তরাজ্যে চালু হলো এ ব্যবস্থা। সকালে এক কাপ কফি পান করার পাশাপাশি অনেকেরই আরও কিছু খাবারের প্রয়োজন হয়। আর সে প্রয়োজন মেটাতেই নতুন ব্যবস্থা করছে রেস্টুরেন্টটি। এর আওতায় তারা কফি পরিবেশন করছে খাওয়ার উপযোগী এ কাপ দিয়ে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সম্প্রতি সংযোজিত এ কাপে থাকছে বেশ কিছু অভিনব বিষয়। যেমন কুকি-লাইনড ওয়াফার কাপটিতে রয়েছে মন ভালো করার মতো সুগন্ধ, যা গ্রীষ্মকালের আবহাওয়াকে স্মরণ করিয়ে দেবে। এতে থাকছে নারিকেল, তাজা ঘাস ও বন্য ফুলের সুবাস। এছাড়া এর স্বাদও মজাদার বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Exit mobile version