প্রাথমিকভাবে যুক্তরাজ্যে চালু হলো এ ব্যবস্থা। সকালে এক কাপ কফি পান করার পাশাপাশি অনেকেরই আরও কিছু খাবারের প্রয়োজন হয়। আর সে প্রয়োজন মেটাতেই নতুন ব্যবস্থা করছে রেস্টুরেন্টটি। এর আওতায় তারা কফি পরিবেশন করছে খাওয়ার উপযোগী এ কাপ দিয়ে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সম্প্রতি সংযোজিত এ কাপে থাকছে বেশ কিছু অভিনব বিষয়। যেমন কুকি-লাইনড ওয়াফার কাপটিতে রয়েছে মন ভালো করার মতো সুগন্ধ, যা গ্রীষ্মকালের আবহাওয়াকে স্মরণ করিয়ে দেবে। এতে থাকছে নারিকেল, তাজা ঘাস ও বন্য ফুলের সুবাস। এছাড়া এর স্বাদও মজাদার বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।