বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে কে না চেনে। কিন্তু তার সৌন্দর্যের অন্তরালের খবর কি জানা আছে? সম্প্রতি ক্যাটরিনা জানিয়েছেন, তার সৌন্দর্যের কয়েকটি গোপন রহস্য। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস।
ক্যাটরিনা সৌন্দর্যের রহস্য বিষয়ে জানান, প্রথম কথা হলো, (১) নিজের ত্বককে কখনোই সূর্যের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এজন্য ব্যবহার করতে হবে সানস্ক্রিন। দ্বিতীয় যে বিষয়টি তিনি গুরুত্ব দেন তা হলো, (২) পর্যাপ্ত পানি পান করা। তৃতীয়ত তিনি জানান, (৩) কাজ শেষে মেকআপ ঠিকঠাক তুলে ফেলা।
৩১ বছর বয়সী ক্যাটরিনা এক ইমেইল বার্তায় জানান, ‘আমাদের ত্বককে সূর্যের হাতে সমর্পণ করা উচিত নয়। বিশেষ করে যখন আমরা ময়লা, তাপ ও দূষণের মাঝে থাকি। আমাদের কখনোই সূর্যতাপ ও ইউভি থেকে ত্বক রক্ষার উপায় হিসেবে সানস্ক্রিনের প্রয়োজনীয়তার গুরুত্বকে খাটো করে দেখা উচিত নয়।’
নিজের রূপের রহস্য প্রসঙ্গে তিনি বলেন, ‘সারাদিন আমি অনেক তরল পদার্থ পান করি। বিশেষ করে প্রচুর পানি, যাতে আমার মুখ স্বাচ্ছন্দ্যবোধ করে। আমি সব সময় মেকআপ কাজ শেষে তুলে ফেলি। বাড়িতে গিয়ে দিন বা রাত যাই হোক না কেন, আমি তারপর ময়েশ্চারাইজার ব্যবহার করি যেন ত্বক শুকিয়ে না যায়।’