গভীর রাতে পানশালায় অভিযান চালাতে গিয়ে পুলিশ আক্রান্ত

ভারতে পানশালায় অভিযান চালাতে গিয়ে আক্রমণের শিকার হয়েছে পুলশ। শুধু তাই নয় পানশালার লোকজনকে গ্রেপ্তারের পর থানায় চড়াও হয়ে পুলিসকে হুমকির অভিযোগ উঠেছে মালিকের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দেশটির বাগুইআটিতে। জানা গেছে, পানশালায় অশ্লীল নাচের আসর বসেছে।

গোপন সূত্রে এই খবর পেয়ে ভিআইপি রোডের দুটি পানশালায় রবিবার রাতে হানা দেয় বাগুইআটি থানার আইসি সুকমল দাসের নেতৃত্বে পুলিশের বিশাল বাহিনী। অভিযোগ, পানশালায় ঢোকার মুখে বাধা পায় পুলশ। এরপরই পুলশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে পানশালার কর্মীরা। পুলিশকর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। আহত হয়েছেন থানার আইসি সহ এক পুলিশকর্মী। পানশালা থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বাগুইআটি থানায় কিছুক্ষণের মধ্যেই সদলবলে হাজির হন পানশালার মালিক জগজিত সিং। থানার সামনে দাঁড়িয়ে এবং থানায় ঢুকে পুলশকে হুমকি দিতে থাকে তারা। পরে পুলিশ জগজিত সিংকেও গ্রেপ্তার করে। এ ঘটনায় মোট ষোলজনকে গ্রেপ্তার করেছে পুশ। তাঁদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা শুরু হয়েছে।

Scroll to Top