‘গীতা প্রতিযোগিতা’য় জয়ী মুসলিম ছাত্রী!

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল মোট ৩০০০ ছাত্রী। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া মরিয়ম সিদ্দিকি। ভগবত্ গীতা সম্পর্কে মৌলিক রচনা লিখে সাড়া ফেলে দিয়েছে একরত্তি মেয়ে।

গত জানুয়ারি মাসে গীতা সম্পর্কে রচনা প্রতিযোগিতা ‘গীতা চ্যাম্পিয়নস লিগ’ আয়োজন করেছিল ‘ইস্কন’। মোট ১০০ নম্বরের মাল্টিপল চয়েস টেস্ট-এর সুবাদে শিশুদের মনে গীতার প্রভাব যাচাই করে দেখাই মূল উদ্দেশ্য ছিল। উত্তরপত্রে মরিয়ম লিখেছে, ‘ধর্ম সম্পর্কে বরাবরই আমার আগ্রহ। তাই অবসর সময়ে বিভিন্ন ধর্ম বিষয়ক লেখা পড়ি। শিক্ষিকা যখন এই প্রতিযোগিতার কথা বললেন, তখন বইটি সম্পর্কে আরও জানার সুযোগ পাব ভেবে উৎসাহিত হই। এতে আমার বাবা-মায়েরও সমর্থন ছিল।’

পরীক্ষার প্রায় এক মাস আগে প্রতিযোগীদের পরীক্ষা সংক্রান্ত বিষয়বস্তু পাঠিয়ে দিয়েছিল ইস্কন। মন দিয়ে সে-সব পড়ার পর মরিয়মের উপলব্ধি, ‘বিষয়বস্তু পড়ার পর বুঝতে পারলাম, মনুষ্যত্বই শ্রেষ্ঠ ধর্ম যা আমাদের পালন করা কর্তব্য।’

গত ১৫ মার্চ সেরা প্রতিযোগী হিসেবে পুরস্কার লাভ করেছে মরিয়ম। মুম্বইয়ের মীরা রোডের যে স্কুলের সে ছাত্রী, সেই কস্মোপলিটান স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা তার সম্মানে গর্বিত। শিক্ষিকা স্বপ্না ব্রহ্মাণ্ডকর মন্তব্য করেছেন, ‘মরিয়ম বরাবরই পড়াশোনায় সেরা। এই প্রতিযোগিতায় সেই ধারাবাহিকতা সে বজায় রেখেছে।’- ওয়েবসাইট

Scroll to Top