মরক্কো
প্রভাবশালী সৌদি দৈনিকদের খবরে বলা হয়, সুন্দরী গৃহকর্মীদের কারণে সংসার ভেঙ্গে যাবে- এমন শঙ্কা রয়েছে সৌদি নারীদের। এমন উদাহরণ মরক্কোর গৃহকর্মীদের বেলায় আছে ভুরি ভুরি। ফলে প্রায়ই মরক্কোর গৃহকর্মীদের ভাড়া করতে অস্বীকৃতি জানান সৌদির গৃহবধূরা।
একটি রিক্রুটমেন্ট ফার্মের পরিচালক আলি-আল-আমরি জানান, সৌদি আরবে চিলি ও মরক্কোর গৃহকর্মীদের চাহিদা দেখে মাঝে মাঝে তিনি আশ্চর্য হয়ে যান। দেখতে খুব বেশি সুন্দরী নয় বা আকর্ষণীয় নয় মরক্কোর এমন গৃহকর্মীদের সৌদি নারীরা বেশি চান। এ ধরনের গৃহকর্মীদের ছবি দেখাতেও বলেন তারা।
সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, মরক্কো ও চিলির গৃহকর্মীদের প্রতি একটু বেশি আগ্রহী সৌদি নারীরা। কিন্তু এক্ষেত্রে ওই গৃহকর্মীদের সৌন্দর্য বিচার করেন তারা। অন্যদিকে এ ধরনের কাজে বিরক্ত হওয়ায় শ্রীলঙ্কা, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও দক্ষিণ আমেরিকার গৃহকর্মীদের পছন্দ করেন না তারা।