টিভির অনুষ্ঠানে নাচলেন মিশেল ওবামা

file-1দ্য এলেন ডি জেনেরেস শো নামে একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে গানের সঙ্গে পা মেলালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী তথা আমেরিকার ফার্স্ট লেডি মিশেল ওবামা। মার্ক রবিনসন ও ব্রুনো মার্সের গাওয়া জনপ্রিয় একটি গানের তালে তালে নাচ করেছেন তিনি।
সূত্রের খবর, এলেন ডি জেনেরেসের একটি শোতে তাঁর ‘লেটস মুভ’ নামের একটি অভিযানের ৫ বছর উদযাপনে হাজির ছিলেন ৫১ বছর বয়সী বারাক-পত্নী। এই অভিযানের লক্ষ্য, মানুষকে স্বাস্থ্যকর জীবনযাত্রা ও শরীরচর্চা সম্পর্কে সচেতন করা।
সেই উপলক্ষেই মিশেল ওবামা নিজেও গানের সঙ্গে পা মেলান ও সকলকে শারীরিকভাবে সুস্থ থাকার পরামর্শ দেন।
শুধু মিশেলই নন, এই সংস্থার সঙ্গে জড়িত আছেন আরও অনেক তারকা। তাঁদের সকলকেই এই ধরনের সচেতনতা বাড়ানোর কাজে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন অনুষ্ঠানের সঞ্চালক স্বয়ং এলেন ডি জেনেরেস।

সূত্র: এবিপি আনন্দ

Exit mobile version