অনার্স, মাস্টার্স কিংবা পিএইচডি করতে চান বিদেশ গিয়ে? থাকার ব্যবস্থা ফ্রি, টিউশন ফি, আবার তার উপর নিজে চলার জন্য মাসে মাসে ৩৬ হাজার পর্যন্ত টাকা! কি অবাক হচ্ছেন বুঝি! নাহ, অবাক হওয়ার কিছু নেই। অনার্স, মাস্টার্স কিংবা পিএইচডি করার সুবর্ণ সুযোগ করে দিতে তুরস্ক সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের দিচ্ছে স্কলারশিপ।
আর কত জনকে দেয়া হবে এ বৃত্তি তা কি জানেন! তাও অনেক। প্রতি বছর প্রায় ৪০০০ জনকে দেয়া হবে এ বৃত্তি। চলুন তাহলে দেখা যাক সমস্ত প্রক্রিয়াটি:
যোগ্যতা:
স্নাতক পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের ক্ষেত্রে:
– তুরস্ক ছাড়া অন্য কোন দেশের নাগরিক
– আবেদন করার সময় তুরস্কের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া যাবেনা
– উচ্চমাধ্যমিক ডিগ্রিধারী হতে হবে
– ২১ বছরের নিচে হতে হবে
– জাতীয় অথবা আন্তর্জাতিক পরীক্ষায় নির্দিষ্ট স্কোর থাকতে হবে (৯০% মেডিকেল সাইন্সে পড়তে হলে, ৭০% স্নাতকের ক্ষেত্রে)
– সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে
স্নাতকোত্তর পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের ক্ষেত্রে:
– তুরস্ক ছাড়া অন্য কোন দেশের নাগরিক
– আবেদন করার সময় তুরস্কের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া যাবেনা
– ৩০ জুলাই ২০১৫ এর মধ্যে ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রিধারী হওয়া
– মাস্টার্স প্রোগ্রামের জন্য ৩০ বছরের নিচে হতে হবে
– পিএইচডি প্রোগ্রামের জন্য ৩৫ বছরের নিচে হতে হবে
– অর্জনকৃত ডিগ্রির ক্ষেত্রে ৭৫% নাম্বার থাকতে হবে
– সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে
শিক্ষাবৃত্তির সময়কাল:
স্নাতক: ১ বছরের তুরস্ক ভাষার কোর্স + ৪,৫ অথবা ৬ বছরের ব্যাচেলর কোর্স (বিশ্ববিদ্যালয়ে যতদিন)
মাস্টার্স: ১ বছরের তুরস্ক ভাষার কোর্স + ২ বছরের মাস্টার্স কোর্স
পিএইচডি: ১ বছরের তুরস্ক ভাষার কোর্স + ৪ বছরের পিএইচডি কোর্স
সুবিধাসমূহ:
– মাসিক বৃত্তি
* ৬০০ তুর্কিশ লিরা (১৭৭৭৮ টাকা) স্নাতকের ক্ষেত্রে
* ৮০০ তুর্কিশ লিরা (২৩৭০৪ টাকা) মাস্টার্সের ক্ষেত্রে
* ১২০০ তুর্কিশ লিরা (৩৫৫৫৭ টাকা) পিএইচডির ক্ষেত্রে
– ফুল টিউশন ফি
– ফ্রি ১ বছরের তুরস্ক ভাষার কোর্স
– ফ্রি থাকার ব্যবস্থা
– রাউন্ড ট্রিপ বিমানের টিকিট
– স্বাস্থ্য ইনস্যুরেন্স
*** শিক্ষার্থীর একাডেমিক রেকর্ড (নিজ দেশের), মেধা, দক্ষতা, নেতৃত্ব প্রদানের ক্ষমতা ইত্যাদি গুণ বিবেচনা করে তুরস্ক সরকার এ বৃত্তি প্রদান করবে।
আবেদন করবেন যেভাবে: অনলাইনে খুব সহজেই করতে পারবেন আবেদন। এখনই আবেদন করতে চান! তাহলে ক্লিক করে ফেলুন: Turkish Government scholarship