পরাজয়টা ভারতের জন্য বিস্ময় আর শিক্ষার-রবি শাস্ত্রী

48

‘ওয়ানডে সিরিজে বাংলাদেশের চেয়ে ০-১-এ পিছিয়ে ভারত। এটা টিম ইন্ডিয়ার জন্য বিস্ময়, নাকি শিক্ষা?’ ‘দুটোই বলতে পারেন। এটা একই সঙ্গে বিস্ময় আর শিক্ষার,’ জবাব দিলেন ভারতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর রবি শাস্ত্রী। ‘আমি সব সময়ই বলি, প্রতিটি খেলায় হার বা জিতের পর আপনি কিছু বিষয় শেখেন। প্রতি খেলা থেকেই আপনি কিছু বিষয় শিখবেন। সেগুলো সঙ্গে করে নিয়ে যাবেন এবং উন্নতির সুযোগ পাবেন,’ যোগ করেন ভারত দলের সাবেক এ অলরাউন্ডার। মিরপুরে বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচ হারের পর আইবিএন লাইভের ক্রিকেটবিষয়ক পোর্টাল ক্রিকেট নেক্সট-এর মুখোমুখি হয়েছিলেন রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘এটা (হারা) একটি শিক্ষা এ জন্য যে, আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং দুর্দান্তভাবে ফিরে আসতে হবে। তারা একটি ম্যাচ জিতেছে। তার পরও সিরিজ জেতার সুযোগ আছে। দেশে ভালো খেলতে থাকা বাংলাদেশের সঙ্গে বাকি দুই ম্যাচ জিততে ভারতকে আসল নৈপুণ্য দেখাতে হবে। তাই এটা ভালো চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জ ছাড়া খেলায় আর কিছু অবশিষ্ট থাকে না।’ ভারত দলের এ পরিচালক বলেন, ‘আমাদের অন্য পরিকল্পনা (প্ল্যান-বি) আছে। এ বিষয়ে কোনো সংশয় নেই। যেমনটা আমি বলেছি, তাদের (ভারতের ক্রিকেটার) ভুল থেকে শিক্ষা নিতে হবে। দেখুন, আপনি একটা ম্যাচ এভাবে হারলে, আপনার কষ্ট পাওয়া উচিত। এ কষ্ট সব খেলোয়াড়েরই পাওয়া উচিত। আমরা ইতিবাচক হতে চাই। আমরা সেদিন রাতে কিছুটা বেকায়দায় পড়েছিলাম। আপনাকে এর থেকে বেরিয়ে আসতে হবে, নিজেকে মেলে ধরতে হবে এবং নির্ভয়ে ক্রিকেট খেলতে হবে। আমরা তা-ই করব। হতে পারে আমরা পিছিয়ে আছি, তবু আমরা ভয়হীন ক্রিকেটই খেলতে যাচ্ছি।’