ব্যাট দিয়ে পিটিয়ে পুলিশ স্বামীকে হত্যা!

ভারতেbat-murder_68760 কেভাডিয়ায় বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের ধরে স্বামীকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে খুন করেছে এক নারী। বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে এ ঘটনা ঘটে। খবর এবিপির

সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, নিহত ওই ব্যক্তির নাম মুকেশ এস বারিয়ার (৩৫)। তিনি একজন পুলিশ কনস্টেবল ছিলেন। স্বামীকে হত্যার এ ঘটনায় তার স্ত্রী সঙ্গীতাকে গ্রেফতার করা হয়েছে বলে কেভাডিয়া থানার সাব-ইনসপেক্টর ওয়াই পি পটেল জানিয়েছেন।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, মুকেশকে যে হত্যা করা হয়েছে তা ময়না তদন্তের রিপোর্টে প্রমাণিত হয়েছে। সঙ্গীতা মুকেশকে ব্যাট দিয়ে পিটিয়ে মারার কথা স্বীকারও করেছেন।

কেভাডিয়া টাউনের সর্দার সরোবর বাঁধে নিরাপত্তারক্ষী হিসেবে নিযুক্ত ছিলেন মুকেশ। সঙ্গীতার সঙ্গে তার ১২ বছরের বিবাহিত জীবন ছিল। কিন্তু মুকেশের অবৈধ সম্পর্ককে কেন্দ্র করে প্রায়ই দু’জনের মধ্যে কথা কাটাকাটি হতো। ৪ দিন আগেও তাদের মধ্যে এ নিয়ে তুমুল ঝগড়া হয়। এ থেকেই ঘটে এমন হৃদয়বিদারক ঘটনা। মুকেশ ও সঙ্গীতার ১০ বছরের একটি মেয়ে রয়েছে। তার নাম প্রিয়া।

Exit mobile version