সবার উপরে সাকিব

পাকিস্তানের বিপক্ষে উইকেট শিকারে বাংলাদেশের পক্ষে সবার চেয়ে এগিয়ে ছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক। কিন্তু এই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে সেই রেকর্ড ভাঙলেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। নতুন হিসেব অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক এখন এই দুই ক্রিকেটার। পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ১৭ ম্যাচে সর্বোচ্চ ১৮ উইকেট নিয়ে সবার উপরে ছিলেন আব্দুর রাজ্জাক। কিন্তু বুধবার সাকিব ও মাশরাফি পুরনো সব রেকর্ডকে ছাড়িয়ে যান। পাকিস্তানের বিপক্ষে দুই উইকেট নিয়ে মাত্র ১৫ ম্যাচে সাকিবের সংগ্রহ ২১ উইকেট। যা কিনা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ উইকেট। অন্যদিকে, অধিনায়ক মাশরাফিও সমান দুই উইকেট পান। ১৭ ম্যাচে তার শিকার ২০ উইকেট। প্রসঙ্গত, বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারি ওয়ানডে থেকে অবসর নেওয়া শহিদ আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে ২১ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৩২টি উইকেট।

Scroll to Top