স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসব করে পালালেন মা!

স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় ছেলেসন্তান প্রসব করে নবজাতককে ফেলে পালিয়ে গেছেন মা। ওই নবজাতক বর্তমানে নার্সের তত্ত্বাবধানে রয়েছে। এদিকে পরিচয়হীন নবজাতককে নিতে অনেকে যোগাযোগ করছেন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আবু সায়েম জানান, শনিবার সকালে বোরকা পরা এক মহিলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে ঢুকে বাথরুম খোঁজাখুঁজি করে। কেউ দেখিয়ে দেওয়ার আগে মহিলা বারান্দায় যায়। সেখানে একটি ছেলেসন্তান প্রসব করে দ্রুত দোতলা থেকে নেমে পালিয়ে যায়। পরে মহিলাকে খুঁজে না পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত নার্স ঝর্না রানী নবজাতককে উদ্ধার করে। রোগীরা জানায়, ওই মহিলার সঙ্গে একজন অপরিচিত যুবক ছিল। এদিকে ফুটফুটে নবজাতককে নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে অনেকে যোগাযোগ করছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসরিন বেগম জানান, নবজাতক বর্তমানে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সুস্থ রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেএম এরশাদ আহসান হাবিব জানান, এ বিষয়ে আদালতে মামলা হয়েছে। কোর্ট সিদ্ধান্ত দেবে।

Scroll to Top