হোটেলে অভিনেত্রী শ্লীলতাহানির শিকার

ফের এক অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগ। মধ্যপ্রদেশের ভোপালের হোটেলে অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এক কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ।

সূত্রে খবর,দক্ষিণ ভারতীয় সিনেমার ওই অভিনেত্রীর নাম খুশি মু্খার্জী। তাঁর অভিযোগ, অমর বিলাস হোটেলে রাতে তিনি ঘুমিয়েছিলেন। ঠিক তখনই হোটেলের এক কর্মচারী তাঁর রুমে ঢুকে অভব্য আচরণ করতে শুরু করে। ঘুম ভেঙে চিৎকার করে ওঠেন তিনি। তাঁর চিৎকার শুনতে পেয়ে আশেপাশের রুম থেকে লোকজন বেরিয়ে আসেন। যদিও ওই কর্মী ফেরার হয়ে যায়। খুশির অভিযোগ,হোটেল কর্তৃপক্ষ পুরো ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করেছিল। ভোপালের এমপি নগর থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে।

Exit mobile version