গরুকে ‘রাষ্ট্রমাতা’ হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি!

গরুকে ‘রাষ্ট্রমাতা’ হিসেবে স্বীকৃতি দেয়ার দাবিতে এবার আন্দোলনে নামলেন বিজেপি এমপি যোগী আদিত্যনাথ। ‘গো সম্পদের সংরক্ষণ’ এবং ‘গোবংশ বৃদ্ধি’র উদ্দেশ্যেই তিনি এ ধরণের আন্দোলন শুরু করেছেন। তার এই কর্মসূচিতে সামিল হতে অভিনব পথও বাতলে দিয়েছেন আদিত্যনাথ। মোবাইলের মাধ্যমে ‘মিসড কল’ দিয়ে এই কর্মসূচিতে অংশ নেয়ার আবেদন জানিয়েছেন তিনি।

উত্তরপ্রদেশের গোরখপুরের বিতর্কিত এই বিজেপি এমপি’র দাবি, ‘এই মুহূর্তে গরুকে ‘রাষ্ট্রমাতা’ হিসেবে স্বীকৃতি দেয়া খুব প্রয়োজন। গরু ভারতীয় সনাতন ঐতিহ্যের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে রয়েছে।’

গরুকে ‘রাষ্ট্রমাতা’র মর্যাদা দেয়ার জন্য আন্দোলনে সামিল হওয়ার জন্য হিন্দুদের প্রতি আহ্বান জানিয়েছেন আদিত্যনাথ।

আগেই অবশ্য গোহত্যা বন্ধের জন্য বিজেপি শাসিত হরিয়ানা, মহারাষ্ট্রে কঠোর আইন তৈরি হয়েছে। এবার যোগী আদিত্যনাথ গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবি তুললেন।

কয়েকদিন আগেই বিজেপি বিজেপি এমপি শঙ্করভাই এন সংসদে দাঁড়িয়ে দাবি করে বলেছেন, ‘যদি ক্যান্সারের হাত থেকে বাঁচতে চান, তাহলে গোহত্যা বন্ধ করতে হবে। গোমূত্রই ক্যান্সার সারানোর একমাত্র ওষুধ!  আমি হলফ করে বলতে পারি এতে একশ’ শতাংশ নিরাময় হবে।’

শঙ্করভাই এন আরো বলেন, ‘বেদ-এ গরুকে মাতৃ জ্ঞানে পুজো করা হতো। আবার কেউ কেউ সেই গোমাংস খেয়ে থাকেন। কী হচ্ছে এসব!  গরুদের রক্ষা করতে না পারলে দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না!’

বিজেপি’র জাতীয় কর্মসমিতির বৈঠকেও গো-নিধন বন্ধ করার কথা উঠেছে। গতকাল শুক্রবার খোদ বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ সব বিজেপি শাসিত রাজ্যে আইন করে গরু জবাই বন্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন।

Exit mobile version