চীনা হ্যাকার মার্কিন সরকারের ৪০ লাখ তথ্য হাতিয়ে নিলো

সাইবার হামলা করে মার্কিন সরকারের লাখ লাখ কর্মীর তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। তথ্য হাতিয়ে নেয়া হ্যাকাররা চীনের বলে সন্দেহ করছে মার্কিন সরকার।

দ্য অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট (ওপিএম) বৃহস্পতিবার নিশ্চিত করেছে, সাইবার হামলায় ৪০ লাখের বেশি সরকারি কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, এই হামলার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রত্যেকটি সংস্থার ওপর প্রভাব ফেলতে পারে।

মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির সদস্য সুসান কলিন্স বলেছেন, হামলার উৎস চীন বলেই আমাদের মনে হয়।

ওপিএম যুক্তরাষ্ট্রের মানবসম্পদ বিভাগের হয়ে কাজ করে। তারা নিরাপত্তা বিষয়ে ছাড়পত্র প্রদান ও ফেডারেল সরকারের কর্মচারীদের রেকর্ড প্রণয়ন করে। হ্যাক হওয়া তথ্যের মধ্যে কর্মচারীদের চাকরির অ্যাসাইনমেন্ট, পারফর্মেন্স রিভিউ ও প্রশিক্ষণের তথ্য ছিল।

Scroll to Top