ছোট অন্তর্বাসের দোষে ভোট দেয়া হলো না!

64

jakia..canada_55231সস্তার তিন অবস্থা? কানাডার বিরোধী এমপি প্যাট মার্টিনের হালও প্রায় তেমন৷ সস্তায় অন্তর্বাস কেনার লোভ সামলাতে না পেরে রাস্তার পাশের দোকান থেকে কিনে ফেলেন। মাপে কিছুটা ছোট ওই অন্তর্বাসই তাঁর চরম অস্বস্তির কারণ হল৷

পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভোটাভুটির সময় দেখা গেল বর্ষীয়ান রাজনীতিবিদকে বেশ অস্বস্তিতে ভুগতে। বাইরে যাওয়ার অনুমতিও চাইলেও, মেলেনি অনুমতি। শেষ পর্যন্ত আর থাকতে না পেরে প্রায় ছুটে সভাকক্ষ ত্যাগ করলেন প্যাট৷ ফিরে এলেন বেশ কিছুক্ষণ পর৷ নিজের ভোটও দিতে পারলেন৷ তখন তাঁকে কিছুটা স্বাভাবিক বলে মনে হচ্ছিল৷

কিন্তু, এমনভাবে ছুটে ‘পালানোর’ কারণ কী? অধ্যক্ষের প্রশ্নের মিথ্যা জবাব দেননি প্যাট৷

প্যাট বলেন, অন্তর্বাস বিক্রিতে সেল দিচ্ছিল এক বিপণন সংস্থা৷ লোভে পড়ে এক ডজন তেমন অন্তর্বাস কেনেন তিনি৷ কিন্তু এক সাইজ ছোট ওই অন্তর্বাস তাঁর শরীরে কিছুক্ষণের মধ্যেই অস্বস্তি শুরু হয়ে যায়৷

শেষে অবস্থা তো এমন হয়ে পড়ে যে, আর স্থির হয়ে বসে থাকতেও পারছিলেন না তিনি৷ অগত্যা, অধ্যক্ষের অনুমতি ছাড়াই টয়লেটে যেতে হয় তাঁকে কিছুটা ‘ঠিকঠাক’ হতে৷

এমপি-র সত্যভাষণে কানাডার পার্লামেন্টে হাসির ঝড় বয়ে যায়৷ তবে, হাসি থামলে অনেক এমপি-ই জানান, মাপের চেয়ে ছোট অন্তর্বাস বিশ্বের সবচেয়ে অস্বস্তিকর জিনিসগুলোর মধ্যে অন্যতম।