টাঙ্গাইলে গাছের জন্য হাসপাতাল

27

দেশে প্রথমবারের মতো চালু হলো গাছের জন্য হাসপাতাল। গাছ ও ফসলের বিভিন্ন রোগব্যাধি ও কিটনাশকের পরিমিত ব্যবহার সম্পর্কে সচেতনতা এবং ফসলের উৎপাদন বাড়ানোর বিভিন্ন বিষয়ে কৃষকদের জানাতেই এমন হাসপাতাল চালু হয়েছে।

প্রাথমিকভাবে টাঙ্গাইলের সদর ও মধুপুর উপজেলার ভবানিটিকি বাজারে দুটি ‘প্লান্ট ডক্টর ক্লিনিক’ নামক গাছের হাসপাতাল চালু হয়েছে। প্রতি সপ্তাহে দুই দিন সেখানে গাছ ও ফসলের রোগব্যাধি এবং ফসল উৎপাদন সম্পর্কে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষিবিদরা থাকবেন।

স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, কৃষকরা বেশির ভাগ সময় পোকামাকড় দমনে ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করে। এর ফলে ক্ষতিকর পোকামাকড়ের পাশাপাশি উপকারী পোকামকাড়ও মারা যায়। এর ফলে উদ্ভিদের পরাগায়ন ক্ষতিগ্রস্ত হয়। আর এই ক্ষতির কারণে ফলন ও বীজ উৎপাদনও কমে যায়।

প্লান্ট ডক্টর ক্লিনিকে থাকা কৃষিবিদরা স্থানীয় কৃষকদের গাছ ও ফসলের বিভিন্ন নমুনা থেকে রোগব্যাধি সম্পর্কে জানবেন এবং প্রয়োজনীয় সমাধান দেবেন। স্থানীয় কৃষদের তাঁরা কীটনাশক প্রয়োগ থেকে সরে এসে পোকা দমন ও নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানাবেন।

কমনওয়েলথের আর্থিক সহযোগিতায় ‘প্লান্ট ডক্টর ক্লিনিক’ প্রকল্প বাস্তবায়ন করছে জেলা কৃষি সম্পসারণ বিভাগ।