বুলেট ঠেকাতে পারে এমন এক বিশেষ ধরনের জলীয় পদার্থ দিয়ে পোশাক তৈরির দাবি করেছেন পোল্যান্ডের মোরাটেক্স কোম্পানির একদল বিজ্ঞানী। তারা ‘শিয়ার-থিকেনিং ফ্লুইড’ বা এসটিএফ নামে এক ধরনের তরল পদার্থ তৈরি করেছেন।
তাপমাত্রা যাই হোক না কেন, আঘাত করলে চোখের পলকেই নিরেট শক্ত হয়ে যায় এসটিএফ। সাধারণত কোনো তরল পদার্থকে আঘাত করলে তা চারদিকে ছড়িয়ে যায়। তবে এসটিএফ’এর বেলায় তা ঘটে না।
আর তাই দেখেই এই তরল পদার্থের প্যাড দিয়ে বুলেট প্রুফ পোশাক বানানোর চিন্তা করা হয়।
পরীক্ষায় দেখা গেছে, প্রতি সেকেন্ডে সাড়ে চারশ’ মিটার বেগে ছুটে আসা গুলি ঠেকাতে পারবে এসটিএফ প্যাড দিয়ে তৈরি এই পোশাক।
প্রচণ্ড বেগে ছুটে আসা বুলেট শরীরে না ঢুকলেও তার ধাক্কায় মারা যেতে পারে মানুষ। এমন ধাক্কা বুলেট প্রুফ পোশাক থেকে দেহের চার সেন্টিমিটার ভেতরে ঢুকে যেতে পারে। কিন্তু এসটিএফ পোশাকে এমন ধাক্কা মাত্র এক সেন্টিমিটার ভেতরে কেবল ঢুকতে পারবে। ফলে বুলেটের ধাক্কায় মারা যাওয়ার আশঙ্কা আর থাকছে না বলে দাবি করেছেন গবেষক দলটি।
এমন শক্তিশালী তরল পদার্থ এসটিএফ কী কী দিয়ে বানানো হয়েছে সেটি অবশ্য জানা যায়নি। মোরাটেক্সের গবেষকরা সে তথ্য প্রকাশ করেননি। শুধু বুলেট প্রুফ পোশাক নয়, এসটিএফ দিয়ে বানানো যেতে পারে গাড়ির বাম্পার, রাস্তায় ব্যবহৃত দুর্ঘটনা প্রতিরোধী ব্যারিকেড বা খেলা-ধূলায় ব্যবহৃত পোশাকও।
সূত্র : ইন্টারনেট