সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, ব্যবহারকারীদের ব্যক্তিগত অভিজ্ঞতাকে আরও নিরাপদ করতে নতুন দুটি ফিচার যোগ করবে। ফেসবুকের অফিসিয়াল ব্লগে বলা হয়, ফেসবুকে নতুন লগ ইন পদ্ধতি আসছে পাশাপাশি ব্যবহারকারীর অনুমতি ছাড়া তার ওয়ালে কোন পোস্ট দেয়া যাবেনা। নতুন লগ ইন চালু হলে ব্যবহারকারীরা আগেই নির্বাচন করতে পারবেন কোন তথ্যটি তারা শেয়ার করতে চান এবং কোনটি চান না। একই সঙ্গে ওই ফিচারে ব্যবহারকারীদের তথ্য যাচাইয়ের বিকল্প ব্যবস্থাও রাখা হবে। কোনো ব্যবহারকারী যতটুকু তথ্য শেয়ার করতে চাইবেন ততটুকুই দেখানো হবে। যেমন কেউ তার ইমেইল অ্যাড্রেস অ্যাপের মাধ্যমে শেয়ার করতে চান, কিন্তু জন্মদিন শেয়ার করতে চান না। নতুন ব্যবস্থায় তিনি তা করতে পারবেন। নাম ও পরিচয় গোপন রেখে অ্যাপসের মাধ্যমে ফেসবুকে লগইন করার পদ্ধতিও শিগগির চালু করা হবে যেখানে অ্যাপস দিয়ে লগইন করার ব্যবস্থা করা হবে। এতে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড অ্যাপসে সংরক্ষিত থাকবে এবং ব্যক্তিগত বিভিন্ন তথ্য ফেসবুকে শেয়ার করা হবে না। নতুন এই পদ্ধতি খুব তাড়াতাড়ি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানানো হয়েছে। সূত্র : প্রিয় নিউজ।