পিস্তল হাতে সেলফি তুলতে গিয়ে ফের মৃত্যু

32

যত দিন যাচ্ছে মারণযজ্ঞে পরিণত হচ্ছে সেলফি। গত এক বছরে সেলফি জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সেলফি ঘিরে দুর্ঘটনা। সেই তালিকায় আরও এক নাম সংযোজন হলো সোমবার।

মস্কোর এক ২১ বছরের মহিলা একটি ৯ এমএম পিস্তল নিয়ে সেলফি তুলতে গিয়ে আত্মঘাতী হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে মস্কোর স্ক্লিফোসোভস্কি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্রে খবর, রোববার ওই ৯ এমএম পিস্তলটি তিনি একজন নিরাপত্তারক্ষীর কাছ থেকে নিয়ে সেলফি তুলতে শুরু করেন। এর পরেই অসাবধানতা বসত ট্রিগার টিপে দেন বন্দুকের। গুলি চলে গিয়ে গুরুতর আহত হন ওই মহিলা।

ঘটনার পরেই তদন্তে নেমেছে পুলিশ। এর পরেই বন্দুকের মালিকের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। তিনি কেন নিজের বন্দুক নিরাপদ যায়গায় রাখেননি সে বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তবে বন্দুকের মালিকের নাম প্রকাশ্যে আসেনি। এর আগেও বন্দুক নিয়ে সেলফি তুলতে গিয়ে সিঙ্গাপুরে মুহম্মদ আসলাম সাহুল এবং রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আরও এক মহিলা আত্মঘাতী হয়েছিলেন।