রামদেবের ওষুধ খেলেই পুত্র সন্তান!

ওষুধ খেলেই পুত্র সন্তান জন্ম নেবেই। বাবা রামদেবের এমন প্রতিশ্রুতি দিয়ে তার ‘পুত্রজিবা রক্সাবুর্ঘি’ বিক্রি প্রসঙ্গে উত্তাল হল রাজ্যসভা। জেডিইউ সাংসদ এসে ত্যাগি এই বিষয়টি রাজ্যসভা তুলে তদন্তের দাবি জানান। প্রসঙ্গত, এই ওষুধ বিক্রি করছে বাবা রামদেবের দিব্যা ফার্মেসি। এই ওষুধের প্যাকেট সাংসদ জয়া বচ্চন ধরিয়ে দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে কে নাড্ডাকে। হইহই পড়ে যায় রাজ্যসভায়। প্রতিবাদে মুখর হয়ে ওঠেন বিরোধী সাংসদরা। পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য বাবা রামদেবের ফার্মেসি এবার বিশেষ ওষুধ বেচতে শুরু করল। হরিয়াণাতে দিনের পর দিন কমছে মেয়েদের সংখ্যা। কন্যাভ্রূণ হত্যা রোধ ও সামগ্রিকভাবে কন্যা সন্তানের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর স্বপ্নের প্রকল্পের সূচনার জন্য তাই প্রথমেই বেছে নিয়েছিলেন হরিয়ানাকে। আর সে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর যোগগুরু রামদেবই এবার পুত্রসন্তান লাভের জন্য মহিলাদের মধ্যে ‘ওষুধ’ বিক্রি করা শুরু করেন। বিভিন্ন যে ওয়েবসাইট গুলির মাধ্যমে রামদেবের কোম্পানির বিশেষ প্রোডাক্টগুলো বেচা হয় তারাও এই এক দাবিই করেছে। চণ্ডীগড় ও পার্শ্ববর্তী অঞ্চলে দিব্য ফার্মেসির বিভিন্ন আউটলেটগুলিতে অনুসন্ধানের পর দেখা গেছে তারাও এই ওষুধটি বেচছে পুত্র সন্তান লাভের নাম করেই। সূত্র : জি-নিউজ।

Exit mobile version