সাফারি পার্কে দর্শনার্থীর হাত কামড়ে নিয়ে গেছে বাঘ

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এক দর্শনার্থী বাঘের কামড়ে হাত খুইয়েছেন। মঙ্গলবার বাংলা নববর্ষে এ ঘটনায় ওই যুবকের হাতের কনুই পর্যন্ত নিয়ে গেছে বাঘ। আহত অংকনকে (২৬) হাসপাতালে ভর্তি করালেও হাসপাতালের নাম জানা যায়নি। তার বিস্তারিত পরিচয়ও পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা শিবু প্রসাদ ভট্টাচার্য ও ফরেস্টার কৃষ্ণ কমল মজুমদার জানান, বেলা দেড়টার দিকে অংকন পার্কের টাইগার এরিয়ার রেস্তোরাঁর পাশে টাইগার জোনের সীমানা প্রাচীরের উপর উঠে নেটের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দূরে থাকা একটি বাঘের উদ্দেশে নাড়তে থাকেন। এ সময় প্রাচীরের পাশে থাকা আরেকটি বাঘ তার বাম হাত কামড়ে ধরে। টের পেয়ে আশপাশে থাকা অন্য দর্শনার্থীরা তাকে টেনে ধরলে হাতের কনুই পর্যন্ত নিয়ে যায় বাঘ।

পরে সঙ্গে থাকা স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে জানান রেঞ্জ কর্মকর্তা শিবু প্রসাদ।

Scroll to Top