স্যুটকেসে নারীর লাশ

জাপানের রাজধানী টোকিও’র রেল স্টেশন থেকে স্যুটকেস বন্দী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বিশ্বের ব্যস্ততম এ স্টেশনের লকারে স্যুটকেসটি একমাস ধরে পড়েছিল। জাপানী পুলিশ সোমবার এ কথা জানিয়েছে।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এপ্রিল মাসের শেষ দিক থেকে স্যুটকেসটি পরিত্যাক্ত অবস্থায় লকারে পড়েছিল। পরে এটিকে লাগেজ স্টোরেজে পাঠানো হয়। একমাস পরেও এটিকে কেউ দাবি না করায় স্টোরেজ কোম্পানী স্যুটকেসটি খুলে ফেলে।
একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, স্যুটকেসটি খোলার সময়ে আমরা অস্বাভাবিক দুর্গন্ধ পাচ্ছিলাম। এর পরপরই আমরা চুল দেখতে পাই।

পুলিশ বলছে, স্যুটকেসে ৭০ থেকে ৯০ বছর বয়সী একজন নারীর গলিত লাশ পাওয়া গেছে। নারীটির উচ্চতা ছিল ৪ ফুট ৭ ইঞ্চি। স্যুটকেসে লাশটি ভাঁজ করে রাখা ছিল।

স্টোরেজের কাছে যারা কাজ করছিল তাদের কেউ কোনোরকমের কটু গন্ধ পায়নি।

পুলিশ নারীটির পরিচয় সনাক্ত করতে পারেনি। তারা মৃত্যুর কারণ এবং স্টেশনের সিসিটিভি’র ফুটেজ খতিয়ে দেখছে।
উল্লেখ্য, টোকিও স্টেশন জাপানের অন্যতম ব্যস্ত স্টেশন। সারা বছর স্টেশনটিতে ১৫ কোটি যাত্রী আসা যাওয়া করে বলে জানিয়েছে অপারেটর জে আর ইস্ট।

Exit mobile version