দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্তর বছর অতিক্রান্ত। সেই সঙ্গে ১৯৪৫-এর ৩০ এপ্রিল শেষ হয়ে গিয়েছে অ্যাডলফ হিটলারের জীবন। জীবন শেষ হলেও ইতিহাস ও বিশ্বের মানুষ তাঁকে মনে রেখেছে নানান ভাবে।
তবে তিনি যে কোনও আইসক্রিমে বেঁচে থাকতে পারেন, তা হয়তো বেঁচে থাকাকালীন স্বপ্নেও ভাবতে পারেননি অ্যাডলফ হিটলার। এই অবিশ্বাস্য কাজই করে দেখিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের এক আইসক্রিম বিক্রেতা।
সূর্য নামের ওই আইসক্রিম বিক্রেতার ইউএসপি হিটলার আইসক্রিম। উত্তরপ্রদেশ তো বটেই তার এই হিটলার আইসক্রিমের খবর পৌঁছেছে খোদ হিটলারের দেশ জার্মানিতেও। সেদেশের এক প্রথম সারির সংবাদপত্র ভারতীয় এই আইসক্রিম বিক্রেতার খবর প্রথম পাতায় প্রকাশ করেছে।