কোহলি, ধাওয়ানের বিদায়!

টসে জেতার পর ধোনির ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত দু ওপেনার ধাওয়ান এবং রোহিত শর্মা ভারতকে এনে দেন উড়ন্ত সূচনা। প্রথম ১৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ৭৬ রান করে ভারত। ড্রিংক ব্রেকের পর পর ই ভারতের ওপেনার ধাওয়ানকে ফিরিয়ে দেন সাকিব এবং পরের ওভারেই কোহলিকে আউট করেন রুবেল। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ১৯ ওভারে ২ উইকেটে ৮১ রান।

Scroll to Top