দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট একটি বন্দর শহর থেকে সিঙ্গাপুরকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত করার রূপকার লি কুয়ান ইউ আর নেই।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। দেশটির প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর বয়স হয়েছিল ৯১ বছর।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৫ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
গত কয়েক বছর ধরে লি রাজনীতি থেকে দূরে থেকে জনসম্মুখে আসা বন্ধ রাখলেও, সিঙ্গাপুর সরকারের প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে তাকে বিবেচনা করা হত। তার বড় ছেলে লি সিয়েন লং সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী।