সিলেটে ২ কোটি টাকার হেরোইন আটক

সিলেটে প্রায় দুই কোটি আট লাখ টাকা মূল্যের দুই হাজার ৮০ গ্রাম হেরোইনের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ হেরোইন পাকিস্তানের লাহোর থেকে এসেছে বলে জানা যায়।

সিলেট কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, রোববার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে সিলেট বৈদেশিক পোস্ট অফিসে অভিযান চালিয়ে এ মাদক আটক করা হয়।

রোববার রাত সাড়ে ১০টার দিকে সিলেট কাস্টমস অফিস থেকে পাঠানো এক সংবাদ বিষয়টি জানানো হয়েছে। সিলেট ফরেন পোস্ট অফিসের মাধ্যমে পাকিস্তানের লাহোর থেকে বিশেষ পদ্ধতিতে প্যাকেট করা এ হেরোইন চালান আসে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বৈদেশিক পোস্ট অফিসের একটি পারসেলে হাতে তৈরি নারীদের ১০টি ভ্যানিটি ব্যাগের ভেতরে ছোট ছোট ১৭০টি প্যাকেটে সেলাই করে এ হেরোইন আটকানো ছিল। চালানের গায়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আশু ঘোষাই নামের এক ব্যক্তির নাম ও মোবাইল নম্বর লেখা ছিল।

কাস্টমস কর্তৃপক্ষ হেরোইনের নমুনা এরই মাঝে মাদকদ্রব্য অধিদপ্তরে পরীক্ষার জন্য পাঠিয়েছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পৌঁছালে এ ব্যাপারে থানায় মামলা করা হবে।

 

Scroll to Top