২৬ মার্চ হরতাল থাকছে না!

২৬ মার্চ হরতাল কর্মসূচি না রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

দাবি আদায়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও প্রতিসপ্তাহে অন্তত ৫ দিন দেশব্যাপী হরতাল কর্মসূচি চলছে। তবে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে অবরোধ কর্মসূচি অব্যাহত রাখা না রাখার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র একটি অনলাইন নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Scroll to Top