ক্রিকেট খেলা নিয়ে বিবাদে একজন খুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছোটদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হামিদুল ইসলাম সাকু নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে উপজেলার টেকপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া গ্রামে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা ক্রিকেট খেলছিল। খেলা চলাকালে উইকেট পতন নিয়ে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে রায়হান ও মনির ব্যাট দিয়ে সাকুকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা মাধবদী হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মনির ও রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত সাকুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ।

Scroll to Top