পশ্চিমবঙ্গে জীবনমুখী গানের জনপ্রিয় শিল্পী নচিকেতা। তার পিতামহের আঁতুড়ঘর এই বাংলাদেশ। পিরোজপুরের ভান্ডারিয়ায় তাদের আদি নিবাস। সম্প্রতি কলকাতা থেকে দীর্ঘ ছুটিতে এসে তার আদি নিবাসে ঘুরে এক আবেগময় ঘটনার জন্ম দেন প্রখ্যাত এই কণ্ঠশিল্পী। সম্প্রতি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ-ভারতের ম্যাচ নিয়ে বিপুল প্রতিক্রিয়ার জন্ম হয়। আইসিসি ও ভারতের জালিয়াতিতে ক্ষুব্ধ হয় গোটা বিশ্ব! কিন্তু বাঙালি হয়েও বাংলাদেশ বিরোধী অবস্থান নেন ভারতের আঞ্চলিক নায়ক প্রসেনজিত্ ও ফসিল ব্যান্ডের ভোকাল রূপম ইসলাম। নচিকেতা এর তীব্র নিন্দা জানান। প্রসেনজিত্ ও রূপমকে কাণ্ড-জ্ঞানহীন বলে আখ্যা দেন তিনি। এর আগে প্রসেনজিতের বক্তব্যের তীব্র নিন্দা জানান পশ্চিমবঙ্গের কথা সাহিত্যিক ও চিত্রনাট্যকার সায়ন্তনী।
প্রসেনজিত্-এর মতো একজন সিনিয়র আর্টিস্টের এই বিরূপ মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন জীবনমুখী গানের কণ্ঠশিল্পী নচিকেতা। সম্প্রতি কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীনের সাথে ফোনে কথোপকথনে নচিকেতা এই ঘটনার নিন্দা জানান। নচিকেতা বলেন, ‘এ ধরনের মন্তব্যের কোনো অর্থ হয় না, বোকার মতো কমেন্টস করেছেন প্রসেনজিত্ ও রূপম।’ তিনি আরও বলেন, ‘এ রকম কাণ্ড-জ্ঞানহীন মন্তব্য কোনো সুস্থ মানুষ করতে পারে না। আর তারা তো দু’জনই গণমানুষের শিল্পী। কি করে এমন কথা বললেন! আমি তাদের সহকর্মী হিসেবে নিজেই লজ্জাবোধ করছি।’ এদিকে রূপমের অশালীন বক্তব্যের প্রতিবাদ করেছেন মাইলসের শাফিন আহমেদ’সহ অনেকে।