হ্যাপীকে মানসিক চিকিৎসা করানোর পরামর্শ

বর্তমানে মেজাজ গরম নাসরিন আক্তার হ্যাপীর। তাকে নাকি মানসিক ডাক্তার দেখাতে বলেছে। কথাটি তার মাকে বলেছেন হ্যাপীর মামা। সম্প্রতি তার মামা হ্যাপীর ফেসবুক চেক করে এই পরামর্শ দেন।

হ্যাপী এই প্রসঙ্গে বলেন, আমার মামা একটু আগে আমমুকে কল করেছিল ,কল করে বলেছেন আমাকে যেন খুব তাড়াতাড়ি ভাল একজন মানসিক চিকিৎসক এর কাছে নিয়ে যাওয়া হয়। এর কারন, মামা নাকি আজ আমারফেসবুক চেক করেছেন। হুমমমম। ফেসবুক চেক করেছেন ভাল কথা তবে এর সাথে মানসিক চিকিৎসার বিষয়টা বুঝলাম না। এটা নিয়ে আমমু ও অতিমাত্রায় উৎসাহী । কিছুই বুঝতে পারছি না । আমাকে কি জোর করে পাগল বানাবে নাকি! মেজাজ এত গরম কাউকে বোঝানো যাবে না। খুব কষ্ট করে চুপচাপ বসে আছি।

মামার এই পরামর্শ দেওয়ার পর হ্যাপী ঠিক করেছেন একসপ্তাহ আর ফেসবুকে কোন আপডেট দেবেন না।

Scroll to Top