মগবাজারে বাসচাপায় দুই ফ্লাইওভার নির্মাণশ্রমিক নিহত

রাজধানীর মগবাজারে বাসচাপায় দুই ফ্লাইওভার নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তারা সহোদর। তাদের নাম মাজেদ (১৬) ও আসাদুল।

শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

ওই ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার সকাল পৌনে ১০টার দিকে মগবাজার মোড়ে ফ্লাইওভারের নির্মাণকাজ করছিলেন মাজেদ, আসাদুলসহ অন্য শমিকরা। এ সময় গাজীপুর-গুলিস্তান পথে চলাচলকারী  প্রভাতী পরিবহণের একটি বাস ওই তিনজনকে চাপা দেয়।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাজেদ ও আসাদুল মারা যান। তাদের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Scroll to Top