আব্বাসকে বুধবার পর্যন্ত গ্রেপ্তার না করার নির্দেশ

পল্টন ও মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর অভিযোগে দু’টি এবং শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত একটি মামলায় আগাম জামিন চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণের সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাস। সে আবেদনের শুনানী শেষ হয়েছে, তবে আদেশ দেয়া হবে আগামী বুধবার।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিনের শুনানী শেষে এ কথা জানান।

সেই সঙ্গে আগামী বুধবার পর্যন্ত মির্জা আব্বাসকে হয়রানি ও গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন আদালত।

Scroll to Top