অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি আগামী রোববার থেকে আবারও ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
শুক্রবার সন্ধ্যায় জোটের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেন। তিনি জানান, একই দাবিতে আগামী সোমবার সব জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সব মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিল করবে ২০ দলীয় জোট।
বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি, দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বিচারবহির্ভূত হত্যাকা-ের প্রতিবাদ, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের দ্বারা বিরোধীদলীয় নেতা-কর্মীদের গুম, খুন, অপহরণ বন্ধ, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ বন্ধ, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ প্রতিহত, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবি, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ সব রাজবন্দির মুক্তি এবং এখনও পর্যন্ত অবৈধ সরকার গণদাবির প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করায় এ কর্মসূচি দেওয়া হয়েছে।
চলমান অবরোধ, হরতাল এবং বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সব পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান সালাহ উদ্দিন আহমেদ।