নানা আয়োজনে পালিত হচ্ছে পহেলা বৈশাখ

21

আজ বাংলা বৎসরের প্রথম দিন। ১লা বৈশাখ ১৪২২ বঙ্গাব্দ। বর্ষবরণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে বাঙালির প্রাণের এই উৎসব।

প্রতি বছরের মত এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে বর্ষবরণের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। সকল কালো ছায়া দূর করে ‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’ এই সেøাগান দিয়ে এবার শুরু হয়েছে এবারের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।

মঙ্গলবার সকাল ৯টা ৮মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়েছে। আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য প্রতীকী উপস্থাপনের সঙ্গে এতে স্থান পেয়েছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহও।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছেন।

এছাড়াও সারাদেশে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাঙালির এই প্রাণের উৎসব।