হ্যাপির ‘নীল দৃষ্টি’

অতীতকে ভুলে হ্যাপি যে এখন নতুনভাবে পথচলা শুরু করেছেন তা ইতোমধ্যে তিনি প্রমাণ করেছেন। সম্প্রতি একটি মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করেছেন হালের আলোচিত এই মডেল ও অভিনেত্রী। যা আজ থেকে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ও অনলাইন মাধ্যমগুলোতে প্রচারিত হবে।

এরই মাঝে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন হ্যাপি। গত সোমবার পরিচালক কাশেম মন্ডলের ছবি নীলদৃষ্টিতে তিনি চুক্তিবদ্ধ হন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ এপ্রিল থেকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন হ্যাপি।

বাংলাদেশ প্রতিদিনকে হ্যাপি আরও বলেন, এ ছবিটির কাহিনী পুরোটাই নায়িকা নির্ভর। এতে দুইজন নবাগত নায়ক রয়েছেন। ছবিটির কাহিনী খুবই ভালো লেগেছে। নায়িকা প্রধান হওয়ায় আমার আগ্রহটা একটু বেশিই ছিল। তাছাড়া অতীতকে ভুলে কাজের মাঝে ডুবে থাকতে চাই। এ কারণে ক্যারিয়ার নিয়ে আরও বেশি যত্নবান হয়েছি।

Scroll to Top