এক অ্যালবামে জনপ্রিয় সব গান

পুরনো গান নতুনভাবে প্রকাশ করতে যাচ্ছেন ‘অঞ্জনা’ খ্যাত কণ্ঠশিল্পী মনির খান। ইতোমধ্যে তিনি এর কাজ শুরু করে দিয়েছেন। এ প্রসঙ্গে মনির খান বলেন, ‘অনেক দিন ধরেই ভক্ত-শ্রোতারা আমার পুরনো গানগুলো নতুন করে শোনার জন্য অনুরোধ জানিয়ে আসছেন। গানগুলো এক সময় ক্যাসেট আকারে প্রকাশিত হয়েছিল, যা এখন অনেকের সংগ্রহে নেই।

এ ছাড়া মঞ্চে ভক্ত-শ্রোতারা নির্দিষ্ট কিছু গান গাওয়ার জন্য আমাকে বিশেষভাবে অনুরোধ করে থাকেন। এ বিষয়গুলো চিন্তা করে এবারকার অ্যালবামটি তৈরি করছি। মোট কথা, শুধু ভক্তদের অনুরোধের গান দিয়েই নতুন অ্যালবামটি সাজাচ্ছি। শিগগিরই এর কাজ শেষ করে ফেলব।’

এ দিকে পুরনো গানের পাশাপাশি মনির খান নতুন এককের কাজও এগিয়ে নিচ্ছেন। এটি হবে তার সঙ্গীত ক্যারিয়ারের ৪১তম একক অ্যালবাম। ইতোমধ্যে তিনি নতুন অ্যালবামের বেশ কিছু গানের রেকর্ডিং শেষ করেছেন। এবারকার অ্যালবামটিও রোমান্টিক ঘরানার গান দিয়ে সাজানো হচ্ছে। এতে সর্বমোট আটটি গান রাখা হবে বলে জানিয়েছেন মনির খান। এ সম্পর্কে তিনি আরো বলেন, ‘আমি যে ধারার গান করি, নতুন অ্যালবামে তেমন কিছু গানই রাখছি।

গানগুলোর কথা, সুর ও সঙ্গীতে বড় কোনো পরিবর্তন আনা হবে না। চলতি বছরের শেষ দিকে অ্যালবামটি প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে অ্যালবামটি প্রথমে অনলাইনে প্রকাশ করব। তারপর সিডি আকারে বাজারে আনব।’
২০১২ সালে বিউটি কর্নারের ব্যানারে মনির খানের সর্বশেষ একক অ্যালবাম ‘দূরের কাশবন’ প্রকাশ হয়েছিল।

Scroll to Top