খালেদা জিয়ার সংবাদ সম্মেলন বিকেলে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন। এ বিষয়ে সোমবার (২০ এপ্রিল) রাতে দলের সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে। তবে সংবাদ সম্মেলনের বিষয়ে মিডিয়া কর্মীদের কাছে এখনও কিছু জানান নি।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে কার্যালয় সূত্রে জানা গেছে।

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে খালেদার জিয়ার গাড়ি বহর হামলার শিকার হয়।

ওই ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায়ই নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

তবে সিটি নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম নগরী হরতালের আওতামুক্ত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

এছাড়া ঢাকা ও চট্টগ্রাম নগরী বাদে সারাদেশে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

Scroll to Top