বিআইডাব্লিউটিএ’র ট্রাফিক পরিদর্শক দীনেশ কুমার সাহা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পাটুরিয়া থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই কার্গোর সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।
লঞ্চটির মাস্টার আফজাল হোসেনও এ খবর নিশ্চিত করেন। ওই রুটের অপর এক লঞ্চের সারেং হাবিবুর রহমান বলেন, রবিবার পৌনে ১২টার দিকে লঞ্চটি ডুবে যায়।