নেপাল ও এর জনগণের পাশে আছে বাংলাদেশ-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভূমিকম্পকবলিত নেপাল ও এর জনগণের পাশে আছে বাংলাদেশ।

তিনি বলেন, বন্ধু রাষ্ট্র নেপালের দুর্যোগে মানবিক সাহায্যের হাত বাড়াবে বাংলাদেশ। উদ্ধারকারী দল ও মেডিক্যাল টিম পাঠিয়ে তাদের সাহায্য করা হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বাসসকে প্রধানমন্ত্রীর কথার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন।

শাহবুবুল হক শাকিল আরো জানিয়েছেন, এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। খুবই জরুরি এমন চাহিদার কথা চানতে চাওয়া হয়েছে তাদের কাছে। সেই মতো সাহায্য পাঠানো হবে।

শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নেপালে বাংলাদেশ থেকে মেডিক্যাল টিম ও ওধুষ পাঠানো হবে।

এদিকে নেপালে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Scroll to Top