ঢাকা উত্তরের মেয়র প্রার্থী মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে গভীর রাতে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
রাত ১টা ২০ মিনিটে অনুষ্ঠিত এটিএন নিউজের ইয়ং নাইট অনুষ্ঠান শেষ করে বাইরে বের হলে তাদের ওপর হামলা চালানো হয়। বর্তমানে তারা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মাহী বি চৌধুরীরর ভেরিফাইড ফেসবুক পেজ-এ এ তথ্য জানানো হয়েছে। আক্রান্ত মাহীর স্ত্রী হামলায় মাহীর হাত ভেঙে গেছে। তার স্ত্রীকে বাঁশ দিয়ে আঘাত করা হয়েছে। তাদের বহনকারী গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।